Apr 7, 2019

পথের গান

তোহার দেখা পাইতে গিয়ে আমি অন্ধ হয়েছি।
তোহার গান গাইতে গিয়ে আমি সুর হারিয়েছি।
এ কি ছলনা যে তোহার দেখা মেলেনা ?

মন্দির মস্জিদ আখাড়া তোর গির্জা গিয়েছি।
দু টাকা কি দু হাজারের পাথর কিনেছি।
পাথর মিলেছে, তার অর্থ মেলেনি।

তান্ত্রিক তন্ত্র সাধনায় মন্ত্র পড়ে কালা জাদু করে।
একটাই জাদু জানি আমি, সে কালা জাদু নহে।
এই জাদুর মায়ায় বুঝি প্রেম কাহারে কহে!

বন্ধুগনকে সেই পথ দেখাতে আমি হাপিয়ে মরেছি।
নিজের পথ যে কোন দিকে আজ সে দিশা হারিয়েছি।
পথ মেলা কি সহজ কথা, পথে থাকলে এতো ব্যাথা ?