Jan 1, 2019

আমি কি ভালো ?

আমি কি ভালো ?
নাকি অতটাও ভালো নই...
আমি কি কালো ?
নাকি অতটাও কালো নই...

এমনও আছে কোনো তপ্ত দেশে
যে নিজেকে ফর্সা মনে করে।
এমনও আছে কোনো সুপ্ত ক্লেশে
যার আনন্দ মনে ধরে।

খারাপ নেশা ধরেছিস তো
মনে কিসের এত ভয় ?
চরস গাঁজা আফিম তামাক
তাতে কি সত্যিই ক্ষতি হয় ?

ক্ষতি হয়, ক্ষতি হয়...
তবে শুধু নেশা দ্রব্যে নয়...
ক্ষতি হয়, ক্ষতি হয়...
কিসে ? শুধু মাত্র ভয়ে...

এই ভয়ই হল সর্বনাশা,
ভয়ের চোটে উধাও আশা...
ভয় হল এক গড়ল সম;
বল ! নির্ভয় হয়ে থাকব মম।

তুচ্ছ যাহা মনে ধরে, তুচ্ছ তাহা নয়,
গুচ্ছ হয়ে জমা হয় সে পাহাড় সম ভয়।
ভয়ে ভয়ে কত কি ক্ষয় সে তো বলার নয়,
এ জীবনের চেয়ে বড় তোফা আর কি কিছু হয়?