Nov 15, 2020

মনের পাখি

মনের পাখি, কোথা যাবি?
উড়িতে চাইলেই উড়া যায়না |

কত যে পাখি ডালে বসে রয়,
উড়িতে চাইলেও উড়িতে পারেনা |

ডানা আছে তার, পাখনা আছে,
জানে কি নাকি, সে জানেনা |

চাঁদের মুখে তারা তাকিয়ে রয়,
ছুঁইতে চাইলেও ছুঁইতে পারেনা |

ডানা মেলে সে, পাখনা মেলে,
তবু সে গগনে উড়িতে পারেনা |

কত সে চেষ্টা করে প্রচেষ্টা,
তবু সে মুক্ত হইতে পারেনা |

জীবনের অর্থ কভু না ব্যর্থ,
যদি এ'চেষ্টা চালিয়ে যাওয়া যায় |

মুক্তি পাইবার এক দিন আসিবে,
নীল দিগন্তে সে উড়িয়া যাইবে |

No comments:

Post a Comment